আবারও জুটি বাঁধতে যাচ্ছে ক্রিকেট-বলিউড। ভারতের তারকা পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া আংটি পরিয়ে দিয়েছেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের অনামিকায়। নতুন বছরের প্রথম দিনেই তাদের বাগদান হয়ে গেছে। পতৌদি-শর্মিলা, আজহার-সঙ্গীতা, হরভজন-গীতা, যুবরাজ-হ্যাজেল, জাহির-সাগরিকা, কোহালি-আনুশকাদের আবারও ক্রিকেট-বলিউড জুটি দেখবে ক্রিকেটবিশ্ব। নাতাশা অনেকদিন ধরেই বলিউডে জায়গা পাকা করার চেষ্টা করে যাচ্ছেন।
১৯৮৯ সালের ৪ মার্চ সার্বিয়ার পোজারেভাক শহরে নাতাশার জন্ম। সার্বিয়ার বেলগ্রেড শহরে ব্যালে হাই স্কুলে পড়াশোনা করেন। হাই স্কুলের পরে তিনি অভিনয় ক্যারিয়ারে মনযোগ দেন। অভিনয়ের পাশাপাশি নাচ এবং গান করারও নাতাশার শখ। ক্যারিয়ারের খোঁজে২০১২ সালে নাতাশা ভারতে চলে আসেন। প্রথমে মডেলিং দিয়ে শুরু। ফিলিপস, ক্যাডবেরি, টেটলি, জনসন অ্যান্ড জনসন-সহ বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ ছিলেন তিনি। এক বছরের মধ্যেই সুযোগ পান সিনেমায়।
প্রকাশ ঝার পরিচালনায় ‘সত্যাগ্রহ’ ছবিতে প্রথম অভিনয় করেন নাতাশা। ‘আইয়ো জি’ আইটেম গানে অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। দুই বছর পর প্রচারের আলোয় আসেন নাতাশা। সে বছর তিনি অংশ নেন ‘বিগ বসে’। পাশাপাশি বাদশার মিউজিক ভিডিও ‘বন্দুক’ এ অভিনয় করেন। বাদশার গান ‘ডি জে ওয়ালে বাবু’ নাতাশাকে পরিচিতি দেয়। ক্রমশ বাড়তে থাকে কাজের পরিধি। হিন্দির পাশাপাশি কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। ‘অ্যাকশন জাকসন’ ছবিতে অভিনয় করেন।
Discussion about this post