রংপুরের হারাগাছের সারাই এলাকার একটি সেফটিক ট্যাংক থেকে শুক্রবার বিকেলে নিখোঁজের ১১ দিন পর সুমন (২১) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কায়সার জানান, ১১ দিন আগে স্থানীয় কাজীপাড়া এলাকার আব্দুর রহিমের পুত্র সুমন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হারাগাছ থানায় একটি জিডি করে পরিবার। তদন্তে নেমে পুলিশ সারাই মসজিদের পাশে একটি সেফটিক ট্যাংকে লাশের খবর পায়। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় সুমনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সুত্রঃ নয়া দিগন্ত
Discussion about this post