
বালুভর্তি ট্রাকচাপায় গোলাম রব্বানী নামের (৩৫) পোশাক কারখানার একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন আশুলিয়ায় । মঙ্গলবার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই যুবক উত্তরা থেকে আশুলিয়া ইউনিক বাসস্ট্যান্ডে আসার পথে ইউনিক বাসস্ট্যান্ডে নামার পরে পেছন থেকে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। নিহত ওই যুবক আশুলিয়ার একটি গার্মেন্টে নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। আশুলিয়া থানার এসআই নাহিদ জানান, নিহত যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
Discussion about this post