সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল এলাকার মধ্যবর্তী ফাঁকা জায়গার একটি তালগাছের নিচে লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে লাশের বিষয়টি অবগত করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলা কাটা লাশটি উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে নজরুল ইসলামের (৪৫)। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার তথ্য সংগ্রহ করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ নজরুল ইসলাম হত্যার সাথে এক না একাধিক ব্যক্তি জড়িত বলে মনে করেন। তিনি জানান, আমরা নিহত নির্মাণ শ্রমিক নজরুলের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত হোক না কেন তাদের গ্রেপ্তার করা হবে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post