একসময় বন্ধুত্ব ছিল, প্রেমও হয়তো করেছেন। তবে সেসব এখন অতীত। ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এখন ঈশা নেগির সঙ্গে প্রেমে মশগুল। তাকেই জীবনসঙ্গী বানাতে চান। যে কারণে বলিউড নায়িকা উর্বশী রাউতেলাকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে দিয়েছেন! শোনা যাচ্ছে, ঋষভ পন্থ তো বটেই ঊর্বশী রাওতেলার সঙ্গে নাম জড়িয়েছে হার্দিক পাণ্ডিয়ারও। তবে নতুন বছরে হার্দিক তার বর্তমান প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। উর্বশী তাই এখন সঙ্গীহীন।
ঊর্বশীর সঙ্গে পন্থের সম্পর্ক খুব বেশিদিন আগের নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ চলাকালীনই পন্থের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার-ডেটে দেখা গিয়েছিল রাওতেলাকে। সম্পর্ক নাকি ওই পর্যন্তই টিকেছিল। এরপরেও ঊর্বশী নাকি পন্থের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন পন্থ। একাধিকবার পন্থের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন ঊর্বশী। তবে সেই আবেদনে সাড়া না দিয়ে পন্থ হোয়্যাটসঅ্যাপে ঊর্বশীকে ব্লক করে দেন।
এইটুকু করেই থেমে থাকেননি পন্থ। নতুন বছর নতুন প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন। সাদা বরফে ঢাকা পর্বতে বান্ধবী ইশা নেগির সঙ্গে ছবি শেয়ার করে পন্থ ক্যাপশনে লিখেন, ‘তোমার সঙ্গে যখন থাকি, সেই আমিকে বেশি ভালোবাসি।’ রোম্যান্টিক ঋষভকে সেই ছবিতে দেখা গেছে কমলা-নীল জ্যাকেট গায়ে। সঙ্গে নীল রঙা ট্রাউজার্স। অন্যদিকে, সুন্দরী বান্ধবীকে কমলা পোশাকে মানানসই লাগছিল। ঊর্বশী সরাসরি পন্থের বিষয়ে কিছু না জানালেও হার্দিকের সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচের বাগদানের ছবিতে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছিলেন।
Discussion about this post