
দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে চার যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’। শুরু থেকেই জাতীয় ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের ‘ঋষিজ পদক’ দিয়ে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠার ৪৩ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রদান করা হবে ‘ঋষিজ পদক ২০১৯’।এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল গাফ্ফার চৌধুরী [সংবাদ সাহিত্যে]। এ ছাড়া পদক পাচ্ছেন ইমদাদুল হক মিলন [সাহিত্য-সংস্কৃতি], কোহিনূর আক্তার সুচন্দা [চলচ্চিত্র], মাহমুদ সাজ্জাদ [অভিনয়] ও কুমার বিশ্বজিৎ [সংগীত]। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করবেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। দ্বিতীয় পর্বে থাকবে বরেণ্য সংগীত, আবৃত্তি ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন। দলীয় পরিবেশনায় থাকবে উদীচী, ক্রান্তি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি, আনন্দন ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে ওস্তাদ মতিউল হক খান ও সুবীর নন্দীকে।
Discussion about this post