লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চার শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারে মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা, বীর মুক্তিযোদ্ধা ও লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য অধ্যক্ষ (অব.) এম ওয়াজেদ আলী, পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এ এইচ এম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, পৌর কাউন্সিলর আজিজুল হক দুলাল প্রমূখ।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post