এ ঘটনার একটি ডায়রি টঙ্গী পূর্ব থানায় করা হয়েছে
গাজীপুরের (গাজীপুরা) টঙ্গীতে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার সময় পেঁয়াজ চাওয়ায় কাজী শাওন নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ওসি জানান, টঙ্গীর (গাজীপুরা) এলাকার আজিজ সুপার মার্কেটের একটি খাবার হোটেলে পুরি খেতে বসেন শাওন নামে এক যুবক। পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে হোটেল মালিক আব্দুল মতিন মিয়ার সঙ্গে শাওনের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হোটেলের কর্মচারী কাদির, আজাদ, আজিুল হক ও ফয়েজকে ওই যুবককে মারধর করেন মতিন মিয়া। খবর পেয়ে শাওনের ছোটভাই শ্যামল ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এমনকি “বাড়াবাড়ি” করলে তাদের পরিবারের সদস্যদেরকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
সুত্রঃ ঢাকা ট্রিবিউন
Discussion about this post