গাজীপুর মহানগরের গাছাতে ৩৬নং ওয়ার্ড ইছর গ্রামে মোঃ আব্দুল রশিদ গং ও মোঃ হালিম গংদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি ও রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে।
গত ২৯ নভেম্বর ২০২০ সকাল ১১ ঘটিকার সময় হঠাৎ করে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ হালিম গংরা মোঃ আব্দুল রশিদ গংদের উপর অতর্কিত বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট হামলা করে বসত ঘরের টিনের চালা দরজা জানালা টিনের বেড়া ভাঙচুর ও স্বর্ণের চেইন, মোবাইল লুটপাট করিয়া আনুমানিক ১লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি করে।
এসময় মহিলারা বাধা দিতে এলে তাদের উপর হামলা করে। তারা আব্দুল রশিদকে গাছের সাথে দরি দিয়ে বেঁধে লাঠি, লোহার রড আগুনে পুড়ে, দেশি অস্ত্র, ধারালো দা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে আহত করে।
গুরুতর আহতরা হলেন, মোঃ আব্দুল রশিদ (৭০), মোঃ আব্দুল হালিম (৫০), নাছির (৩০), আঃ বাছির (৩৫), আব্দুল্লাহ আল মামুন (২২), মমতাজ বেগম (৪৫) আহতদের আত্বচিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এর মধ্যে মোঃ রশিদ, নাছির ও মমতাজ বেগম এর অবস্থা আসঙ্কাজনক বলে জানায় ডাক্তার।
এ ব্যাপারে গাছা থানায় ১১জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলা নং ০১ তারিখ ০১/১২/২০২০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; মামলায় আসামীরা হলেন,মোঃ হালিম (৫০), মোঃ হাবিবুর রহমান (৩৫), মোঃ জাহিদ (২৫), আব্দুল লতিফ (৫৫), আলী হোসেন (৩০), মোঃ আশরাফ (২৫), আব্দুল আজিজ (৫০), মোঃ জব্বার (৪২), মোঃ সৈকত (২০), মোঃ খায়রুল (২৫), মোঃ নুরুল হক (৪৫) সর্ব সাং ইছর অজ্ঞাতনামা আরো ১০/১২জন।
এ ব্যাপারে গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন,মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদেরকে ধরে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Discussion about this post