রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন- জাকির ও আক্কাস। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত-আহত সবাই পশ্চিম ধোলাইপার এলাকার বাসিন্দা। তারা একসঙ্গে মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছিলেন।
শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর তারা দুর্ঘটনার কবলে পড়েন। কীভাবে দুর্ঘটনাটি ঘটে তা বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
তিনি জানান, হাসপাতালে আনার পর রাত সাড়ে ১০টার দিকে শাকিল মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, পোস্তগোলা ব্রিজের ওপর একটি দুর্ঘটনা হয়েছে, সংবাদটি ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প আমাদের দিয়েছে। আমরা বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।
Discussion about this post