আবু সালেহ মুসাঃ
গত ২৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়ে গেল প্রতীতি বিতর্ক সংঘের বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব ২০২০। উক্ত অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। সেরা সদস্য নির্বাচিত হন উত্তরা ইউনিভার্সিটির মোমিন হোসেন, সেরা বিতার্কিক ধনাই ব্যাপারী স্কুলের আহাদুল ইসলাম মাহিম, সেরা স্পিকার উত্তরা আই ই এস স্কুলের নাফিসা বিনতে ইলিয়াস।
এছাড়া অন্তঃবারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের শেখ মীমইয়া ফারজানা ও বিদ্যালয়-মহাবিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন নুসরাত জাহান নওরীন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন মীমইয়া বলেন, এটা অনেক বড় অর্জন। আমার বিতর্ক করার পথে প্রথম প্রতিবন্ধকতা বা প্রথম বাঁধা উপড়ে ফেলার প্রমাণ। আমার শক্তি। যাত্রা পথের প্রথম মাইলফলক। এগিয়ে যেতে চাই এভাবেই।
বিদ্যালয়-মহাবিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন নওরীন বলেন, বারোয়ারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে নিজের স্বপ্ন বুননের পথে আরও একধাপ এগিয়ে গেলাম। প্রতীতিকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেয়ার জন্য। ভবিষ্যতে প্রতীতিকে সকল সাপোর্ট দেয়ার একান্ত চেষ্টা করবো।
প্রতীতি বিতর্ক সংঘের উপদেষ্টা আবু সালেহ মুসা বলেন, প্রতীতি শব্দের অর্থ বিশ্বাস। এই বিশ্বাসকে পুঁজি করেই আমাদের পথচলা। করোনাকালীন এই সময়েও গত সাত মাসে আমরা ৬টি অনুষ্ঠান আমরা করতে পেরেছি।
উল্লেখ্য, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর সিটির স্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫৪ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের আহবায়ক ওসমান গনি মোল্লা, যমুনা গ্রুপের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ রুবেল শিকদার, দৈনিক নব প্রহর এর সম্পাদক মোঃ নাঈম বেপারী প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন এর টঙ্গীর সমন্বয়ক রকি মাহফুজ।
দৈনিক নব প্রহর এর নির্বাহী সম্পাদক মীর পারভেজ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রতীতি বিতর্ক সংঘের উপদেষ্টা আবু সালেহ মুসা।
Discussion about this post