বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) সপ্তম আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। গতকাল রবিবার হয়ে গেল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রধান দুই আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এদিন তারা দুজনই মঞ্চে পারফর্ম করেন।
পারফর্ম শেষে সবাইকে সালাম দিয়ে বাংলায় কথা বলেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাভ ইউ বাংলাদেশ। অনেক শুকরিয়া আদায় করছি এখানে আসতে পেরে। আমি সত্যি বাংলাদেশকে অনেক ভালোবাসি। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এ সময় আবারো বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন ক্যাটরিনা।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post