প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীসহ বোন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেট কারের চালকসহ আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন- নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব গোরাকনগর এলাকার রাবেয়া বেগম রুমি (২৫) ও তার স্বামী সাইফুল ইসলাম।
তারা রুমির সৌদি ফেরত ভাই হুমায়ুন কবিরকে ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে নিয়ে যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, চৌদ্দগ্রামের সুজাতপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। তখন প্রবাস ফেরত হুমায়ুন কবির, তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।
এ সময় স্থানীয় উদ্ধারকর্মীরা গাড়িতে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই গুরুতর আহত রুমি ও তার স্বামী সাইফুল ইসলাম মারা যান।
সূত্রঃ সংবাদ
Discussion about this post