ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, খেলা চলাকালে মাঠেই মৃত্যু হওয়া এ ফুটবলারের নাম রাধাকৃষ্ণন ধনরাজন। কেরালার এ ফুটবলার দীর্ঘদিন খেলেছেন কলকাতায়।
মাঠে চলছে খেলা, হঠাৎ পড়ে গেলেন এক ফুটবলার। অসুস্থ ফুটবলারকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আরও আগেই দুনিয়া থেকে পাড়ি জমিয়েছেন এ ফুটবলার।কলকাতার প্রধান তিন ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানে খেলেছেন রাধাকৃষ্ণন ধনরাজন। সন্তোষ ট্রফিতেও তিনি পশ্চিমবঙ্গের হয়ে খেলেছেন।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন ধনরাজন। চিকিৎসকদের ধারণা, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে।
Discussion about this post