হঠাৎ করে ময়মনসিংহ শহরের উঁচু একটি বিলবোর্ডের ওপরে উঠে যায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। সেখান থেকে কোনোভাবেই তাঁকে নামানো সম্ভব হচ্ছিল না। এরপর সেখানে উৎসুক জনতা ভিড় জমায়।
গতকাল রবিবার ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় তাজমহল মোড়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে অক্ষত অবস্থায় নিচে নামাতে সক্ষম হয়।ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই পাগল কথা বলতে পারে না। অনেক চেষ্টার পরও তাঁর নাম ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
Discussion about this post