
বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফার) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে দেশে এসেছেন তিনি।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ তাঁর ব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। এর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাবেন বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা।
Discussion about this post