কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৪-০ গোলে বড় জয় পেয়েছে পিএসজি। এই জয়ের আগে থেকেই লিগের শীর্ষস্থানে ছিল টমাস টুখেলের দল। ফ্রান্সের লিগ ওয়ানে এটি পিএসজির টানা পঞ্চম জয়। সাঁত এতিয়েনকে হারানোর ফলে এবার তাদের শীর্ষস্থান আরো মজবুত হলো।
সাঁত এতিয়েনের মাঠে রবিবার লিগ ওয়ানের ম্যাচটি জিতে নিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এমবাপের জোড়া গোল ছাড়া অন্য গোল দুটি করেন দুই আর্জেন্টাইন মাউরো ইকার্দি ও লেয়ান্দ্রো পারেদেস।
খেলা শুরুর ৯ম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় পিএসজি। হুয়ান বের্নাতের শট গোললাইন থেকে প্রতিপক্ষ ডিফেন্ডার প্রতিহত করলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান পারেদেস। এরপর শক্তিশালী ভলিতে গোল করেন পারেদেস।
সে ঘটনার ৩ মিনিট পর সুযোগ এসেছিল আবার। সে সময় এমবাপে প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফ-সাইডের কারণে রেফারি গোলের বাঁশি বাজাননি।
খেলার ২৫তম মিনিটে পারেদেসকে বাজেভাবে মোকাবেলা করে সরাসরি লাল কার্ড পান সাঁত এতিয়েনের মিডফিল্ডার জঁ-উদ।
এরপর প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে একের পর এক আক্রমণে সাঁত এতিয়েনের রক্ষণে দারুণ চাপ তৈরি করে পিএসজি।
৪৩তম মিনিটে আরেকটি গোল দেন এমবাপে। নেইমারের থ্রু বল ধরে প্লেসিং শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
৭২তম মিনিটে পিএসজির তৃতীয় গোলটি করেন ইকার্দি। লেইভিন কুরজাওয়ার ক্রসে ডি-বক্সে উড়ে আসা বল ডিফেন্ডাররা ঠিকভাবে প্রতিহত করতে না পারায় বিপজ্জনক স্থানে ফাঁকায় পেয়ে যান তিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠান ইকার্দি।
ইকার্দি চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে ১৪ ম্যাচে এটি তার ত্রয়োদশ গোল।
৮৯তম মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। চলতি মৌসুমে লিগে এটি তার নবম গোল।
শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় নিয়ে ফেরা পিএসজি লিগে ১৭ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্টসহ শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই, যাদের ৩৫ পয়েন্ট রয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post