ফেসবুক ও গুগলের বিরুদ্ধে আগেও বয়কটের ঘোষণা এসেছে। তবে তাতে এসব প্ল্যাটফর্মে খুব একটা প্রভাব পড়েনি। তবে এ বছর বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরদার হওয়ায় এবারের বয়কটের ঘোষণা ব্যতিক্রম বলে ধারণা করা হচ্ছে। বর্ণবাদী পোস্ট না সরিয়ে নিলে ফেসবুকে বিজ্ঞাপণ না দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কিছু কোম্পানি।
এ নিয়ে স্টপ হেট ফর প্রফিট ক্যাম্পেইন শুরু হয়েছে। যাতে প্রায় ১০০০ কোম্পানি যোগ দিয়েছে। এ আন্দোলনে বিজ্ঞাপনদাতাদের ফেসবুককে বয়কট করতে উৎসাহিত করা হচ্ছে। এই প্লাটফর্মে যতক্ষণ পর্যন্ত বর্ণবাদী বিষয়গুলো সরিয়ে নিতে সোশ্যাল নেটওয়ার্ক কার্যকর পদক্ষেপ নেবে না ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।
ওয়ার্ল্ড ফেডারেশন অব অ্যাডভাইজার এর প্রধান নির্বাহী স্টিফেন লোয়ের্ক বলেছেন, বড় ধরনের কাঠামোগত পরিবর্তন না আনলে বড় ব্রান্ডগুলো বিজ্ঞাপন দেওয়া শুরু করবে বলে আমি মনে করি না। তাদের সঙ্গে কথা বলে আমার তাই মনে হয়েছে।
নিউজ ওয়েবসাইট এক্সিওনের এক খবরে বলা হচ্ছে, মাইক্রোসফট্ গত মে মাস থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া বন্ধ করেছে। কারণ এই দুটি প্লাটফর্মে যে ধরনের আপত্তিকর কনটেন্ট প্রকাশ পাচ্ছে সেটা নিয়ে তাদের উদ্বেগ আছে।
এদিকে রেডিটের মতো অন্যান্য অনলাইন প্লাটফর্মও ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ কন্টেন্টের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছে। এটি ফেসবুকের ওপর আরও চাপ তৈরি করছে।
Discussion about this post