বার্সেলোনার ত্রিফলা হিসেবে ধরা হয় লিওনেল মেসি-লুইস সুয়ারেস-নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)কে। কিন্তু দুই বছর আগে এই ত্রিফলা ভেঙে গিয়েছে। তবে মাঠের বাইরের ছবিটা বদলায়নি। সুয়ারেসের বিবাহ বার্ষিকীতে ফের এক ফ্রেমে দেখা গেল এই তিন তারকাকে।
গত বৃহস্পতিবার রাতে উরুগুয়েতে সতীর্থের দশম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেল্লা ও বড় ছেলে থিয়াগোকে নিয়ে হাজির হয়েছিলেন মেসি। অনুষ্ঠানে মেসি ছাড়াও উপস্থিত ছিলেন জর্দি আলবা, সের্খিয়ো বুস্কেৎসের মতো বার্সেলোনার অন্যান্য তারকারাও। কিন্তু আকর্ষণের কেন্দ্রে ছিলেন মেসি, সুয়ারেস ও নেমার।
উৎসবের মাঝেই মেসি ফাঁস করলেন তাঁর ফ্রি-কিক থেকে গোল করার রহস্য। এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘শট নেওয়ার আগে ভাল করে পর্যবেক্ষণ করি গোলরক্ষককে। কী ভাবে সে মানবপ্রাচীর সাজিয়েছে। কী ভাবে নিজেকে প্রস্তুত করছে বল আটকানোর জন্য। ফ্রি-কিকের সময় দাঁড়িয়ে থাকছে, না এগোচ্ছে- সব কিছু খুঁটিয়ে দেখেই শট মারি।’’
ছয়টি ব্যালন ডি’ওর জয়ী তারকা আরো বলেন, ‘‘দিনের পর দিন এ ভাবে ফ্রি-কিক অনুশীলন করেছি। ধীরে ধীরে উন্নতি করেছি।’’
উল্লেখ্য, এখন পর্যন্ত ৫২টি গোল ফ্রি-কিক থেকে করেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। এছাড়া এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১২টি ফ্রি-কিক নিয়েছেন তিনি। গোল করেছেন চারটি।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post