রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফারুক হোসেন (২২) নামে একজন রড মিস্ত্রি বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি বনশ্রীতে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুকের বাড়ি কুড়িগ্রামে। ভবন থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফারুকের সহকর্মীরা জানিয়েছেন সকালে ৭ তলার পাশের দেয়ালে পেরেক মারছিলেন ফারুক। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post