সারা দেশে শুরু হয়ে গেছে বর্ণিল বই উৎসব। সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে আজ ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিনামূল্যে তুলে দেবে সরকার। নতুন বই হাতে পেতে বুধবার সকাল থেকে বিদ্যালয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের বই। নতুন বই হাতে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
এরইমধ্যে দেশের সবজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই বিতরণ শুরু হয়েছে। ২০১০ সাল থেকে শুরু হয়েছে এ বই উৎসব। এ কার্যক্রমের অংশ হিসেবে বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
Discussion about this post