১৩তম সাউথ এশিয়ান(এসএ) গেমসে আর্চারিতে প্রথম স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ রবিবার নেপালের কাঠমান্ডুতে আসরের অষ্টম দিনে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে বাংলাদেশের হয়ে এ সফলতা পান লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে মোট সাতটি স্বর্ণ জিতল বাংলাদেশ।
এর আগে এস এ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান রাঙামাটির এই ছেলে দিপু।
এরপর দ্বিতীয় স্বর্ণ আল আমিন, তৃতীয় স্বর্ণ মারজানা আক্তার প্রিয়া এবং চতুর্থ স্বর্ণ হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে আসে। এ তিনটি স্বর্ণই কারাতে থেকে আসে। এর তিন দিন পর ভারোত্তোলনে স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার ও জিয়ারুল ইসলাম। আর ফ্র্যান্সিংয়ে জেতেন ফাতেমা মুজিব।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post