রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাজারের একটি ব্যাগের ভেতর থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে লা-ভিঞ্চি হোটেলের সামনের সড়কে বোমা ভর্তি ব্যাগটি পাওয়া যায়। পরে পুলিশ বোমাগুলো ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা রাস্তায় উপর বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময়ে সেটির মালিক না পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। ধীরে ধীরে কারওয়ান বাজারে সবজির গাড়ির ভিড় বাড়তে থাকলে লোকজন ব্যাগটি সরাতে গেলে ভেতরে বোমা দেখে পুলিশকে খবর দেয়।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী জানান, হাতবোমা গুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বোমাভর্তি ব্যাগটি কে বা কারা ফেলে গেছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এ জন্য আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। তবে বোমাগুলো শক্তিশালী কোনো বোমা নয় বলে সূত্র জানায়।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post