নেইমারকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব চেষ্টাই করেছিল বার্সেলোনা। কিন্তু তাতেও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মন টলাতে পারেনি কাতালান ক্লাবটি। হতাশায় বছর কাটলেও আশা ছাড়ছে না স্প্যানিশ জায়ান্টরা। নতুন বছরে পুরনো চেষ্টা করে যাবে তারা।
আগামী মাসে শুরু হচ্ছে শীতকালীন দলবদলের মৌসুম। যেখানে বার্সেলোনার প্রধান লক্ষ্য পুরনো স্ট্রাইকারকে ফিরিয়ে আনা। ২৮ বছর বয়সী নেইমারও প্রাক্তন ক্লাবে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। যদিও সাম্প্রতিককালে ব্রাজিলিয়ান সেনসেশনের ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে।
আর্থিক নিয়ম-নীতির প্যাঁচে পড়ে নেইমারকে ফেরাতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে অ্যান্তনি গ্রিজম্যান এবং আয়াক্স থেকে ফ্রেঙ্কি ডি জংকে উড়িয়ে আনতে গিয়েই মূলত বিপাকে পড়েছে বার্সা। পিএসজির ছুড়ে দেওয়া ২২২ মিলিয়ন ইউরোর সমীকরণ কোনোভাবেই মেলাতে পারেনি তারা।
স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা ও মুন্ডু দিপোর্তিভোর ধারণা, নতুন বছরে পিএসজির শর্ত পূরণ করে নেইমারকে ফিরিয়ে আনবে বার্সেলোনা। এই চেষ্টায় বার্সা সফল হতে পারবে কিনা তা বলে দেবে সময়। আপাতত প্যারিসে সুখেই আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরি কাটিয়ে নেইমার আছেন আগুনে ফর্মে।
সূত্রঃ সংবাদ
Discussion about this post