অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এমএনএইচ বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, মামলা দায়েরের পর ২০১৮ সালের ১৪ অক্টোবর হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান এমএনএইচ বুলু।
হাইকোর্টে ওই জামিন দিয়ে তাকে মেয়াদ শেষে আত্মসমর্পণের আদেশ দেন। এরপর নিম্ন আদালতে মামলার নথিসহ শুনানির জন্য বেশ কয়েকটি দিন ধার্য হয়। ওই সব ধার্য দিনে আদালতের কাছে তিনি সময় আবেদন করেন।
আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মুল্যমানের সম্পদের তথ্য গোপন ও ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা মূল্যমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
২০১৮ সালের ৭ অক্টোবর দুদকের তৎকালীন উপপরিচালক ওয়াকিল আহমেদ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।
Discussion about this post