বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত বন্ধ ঘোষিত পাটকলগুলোর শ্রমিকদের চলতি বছরের জুন মাসের এক সপ্তাহের বকেয়া মজুরি ও ষাট দিনের নোটিশ মেয়াদের মজুরি এবং অপরিশোধিত নববর্ষের ভাতা পরিশোধের জন্য আশি কোটি উনআশি লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া এই টাকা শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেয়া হবে।
বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র অনুকুলে ‘ পরিচালন ঋণ ’ হিসেবে এই টাকা বরাদ্দ দেয়া হয় উল্লেখ করে আরো জানানো হয়, বরাদ্দকৃত অর্থের মধ্যে ১০ কোটি ৭৯ লাখ টাকা চলতি বছরের জুন মাসের এক সপ্তাহের বকেয়া মজুরি এবং বাকী টাকা ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ পরিশোধ করতে হবে।
এতে আরো বলা হয়, তবে ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ বরাদ্দকৃত টাকা শ্রমিকদের প্রাপ্যতার ভিত্তিতে বরাদ্দ করতে হবে। উদ্বৃত্ত অর্থ (যদি থাকে) বন্ধ ঘোষিত মিলসমুহের শ্রমিকদের গ্র্যাচুইটি বা পিএফের সঙ্গে সমন্নয়যোগ্য হবে।
সূত্রঃ বাসস
Discussion about this post