ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকায় আফাজ ডগইয়াডে তসলিম -১ নামে ডুবে যাওয়া বালিবাহী কার্গো জাহাজ থেকে চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মেরামত করার জন্য অপেক্ষমান জাহাজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। এসময় কার্গোর সারেঙ ও মাস্টার সাতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার স্টাফ ঘুমন্ত অবস্থায় নদীতে ডুবে যায়।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার ভাণ্ডা্রিয়ায় বাবু (১৯), একই জেলার নেসারাবাদ থানা এলাকায় মোস্তফা (৫৫) ও মহিবুল্লাহ (৬০) ও ঝালকাঠি জেলার নলসিটি এলাকার লুৎফর রহমান (৪০)।
পুলিশ জানায়, ডুবে যাওয়া জাহাজের চারজনের লাশ শুক্রবার ভোর ছয়টায় শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবারি দল উদ্ধার করে। তাদের মরদেহ জাজিরা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান ও শ্যামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রঃ ইত্তেফাক
Discussion about this post