
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নৌকার বৈঠার পিটুনিতে এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলের নাম শাহিন চৌকিদার (৩০)। শনিবার বিকালে প্রতিপক্ষ ইউনিয়ন শ্রমিক লীগ নেতা ও তার ভাইয়ের হামলায় আহত হন তিনি।উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে রবিবার সকাল পৌনে ৭টায় শাহিন চৌকিদার মারা যান। শাহিনের বাড়ি মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে।জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. হারুন জানান, শনিবার বিকালে শাহিন চৌকিদার নদীতে ইলিশ মাছ ধরে ট্রলার নিয়ে জাঙ্গালিয়া খেয়াঘাটে ফেরেন। তার ট্রলার ঘাটে ভেড়ানোর সময় ঘাটে থাকা কালু গাজীর ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে কালু গাজী ও তার ভাই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেল্লাল গাজীর নেতৃত্বে শাহিনকে নৌকার বৈঠা দিয়ে বেদম পেটানো হয়। তাকে উদ্ধার করতে গিয়ে শাহিনের শ্বশুর বাবুল হাওলাদার, শ্যালক স্বপন ও রাজিব আহত হন। আশংকাজনক অবস্থায় শাহিনকে শনিবার রাতে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৭টায় শাহিন মারা যান।মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবিদুর রহমান জানান, জাঙ্গালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত একজন ঢাকায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।
Discussion about this post