পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়াার আলম বলেছেন, ব্যক্তি স্বার্থে মালিকদের কেউ কেউ গণমাধ্যমকে ব্যবহার করে থাকেন। আমাকেও অনেকে ইনফ্লয়েন্স করার চেষ্টা করে বলেছেন, আপনি রাজনীতি করেন, একটি নিউজ চ্যানেল খোলেন। কিন্তু আমি সেটি করিনি। আমি শিশুদের মেধা মনন বিকাশের জন্য একটি চ্যানেলের অনুমতি পেয়েছি। সেটাও কোনো রকমের তদবির ছাড়া।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা সেখানে দৈনিক পত্রিকা চালাচ্ছেন। অনলাইন পোর্টাল খুলে ফেলাতো আরও সহজ বিষয়। আপনারা (সাংবাদিক) গণমাধ্যমের মালিকদের এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, আমি এমনটাই আহ্বান জানাবো। আপনার পেশার মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের এখানের গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলে বিশ্বাস করি। আমরা যদি রেটিং দেখি কোনো পত্রিকার সার্কুলেশন কত, এটি একটি ভয়াবহ বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামাল। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য ফ্রি ব্ল্যাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post