ক্রিকেটারদের বয়স ভাঁড়ানোর ঘটনা নতুন কিছু নয়। উপমহাদেশের দেশগুলোতে এর প্রচলন ব্যাপক। এবার এই অপকর্ম করে নিষেধাজ্ঞার সাজা শুনেছে মনজোৎ কালরা। যিনি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ভারতকে জিতিয়েছিলেন শিরোপা। সেই মনজোৎকেই এবার দোষী সাব্যস্ত করেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে চলতি বছর রঞ্জি ট্রফিতে তার মাঠে নামা হচ্ছে না।
দিল্লি ক্রিকেট সংস্থার বিদায়ী অম্বুডসম্যান দুরেজ আহমেদ কালরার বিষয়ে তার মেয়াদকালের শেষদিনে একটি নির্দেশনামা জারি করেন। দুরেজের রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়, অনুর্ধ্ব-১৬ এবং অনুর্ধ্ব-১৯’র হয়ে খেলার সময় বয়স ভাঁড়িয়েছিলেন কালরা। যে কারণে চলতি মৌসুমে রঞ্জি ট্রফি থেকে নির্বাসিত করা হল তাকে। উল্লেখ্য, বিসিসিআই’য়ের রেকর্ড অনুসারে কালরার বয়স ২০ বছর ৩৫১ দিন। অনুর্ধ্ব-২৩ বাংলার হয়ে সিকে নাইড়ু ট্রফিতে গত সপ্তাহে ৮০ রানের মূল্যবান ইনিংস এসেছিল কালরার ব্যাট থেকে।
Discussion about this post