ভারতে গাড়ি বিক্রির হার দিন দিন কমছে। উৎসবের মৌসুমের এর কোন পরিবর্তন হচ্ছে না। এ নিয়ে টানা ১১ মাস কমেছে যাত্রীবাহী গাড়ি বিক্রি। সব ধরনের গাড়ি মিলিয়েও পরিস্থিতি প্রায় একই রকম। বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে এই খবর পাওয়া গেছে।এক বছর আগের তুলনায় বিক্রি কমেছে ২৩ দশমিক ৬৯ শতাংশ।
সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরার মতে, অর্থনীতির গতি কমার পাশাপাশি বন্যার ফলে উত্তর প্রদেশ, বিহার ও মহারাষ্ট্রে গাড়ি বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। রাজ্য সরকারগুলোর বাস কেনা কমানো, বাজারে কম চাহিদার ফলে ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন কমার বিরূপ প্রভাব মূলত পড়েছে বাণিজ্যিক গাড়ির বাজারে। সিয়ামের বক্তব্য, চাহিদা হ্রাসের ফলে শোরুমগুলোতে বহু অবিক্রীত গাড়ি পড়ে আছে। সেগুলো বিক্রি হওয়ার আগে তারা গাড়ি কিনতে চাইছে না। সেই সঙ্গে জিএসটি না কমার প্রভাব তো আছেই।
এখানেই শেষ নয়, গাড়ি খাতের পাশাপাশি চলতি বছরের আগস্টে শিল্পোৎপাদন গত বছর আগস্টের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম হয়েছে, যা সাত বছরে সবচেয়ে খারাপ। বিনিয়োগের অভাবে এই খাতের সংকোচন হয়েছে ১ দশমিক ২ শতাংশ।এতে চাহিদার সংকটই স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
Discussion about this post