আসন্ন সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তবে বিগত সিটি ও জাতীয় নির্বাচনের মতো মাঝপথে পালিয়ে না গিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার জন্য বিএনপির প্রতি আহবান জানান তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঝপথে পালিয়ে যাবেন না।
আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান এলাকায় প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা গাজী সিরাজুল ইসলাম খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। এছাড়াও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কে এম হোসেন আলী হাসান, বাবু বিমল কুমার দাসসহ অনেকে বক্তব্য রাখেন।
Discussion about this post