
গণভবন ঘুরে এসে পরিচালনা পর্ষদে নিজের সহকর্মীদের নিয়ে দিনভর অপেক্ষায় থাকলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সেই অপেক্ষা সংকট সমাধানে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার। অপেক্ষা চলতেই থাকে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত। অবশেষে রাত সোয়া ৯টার দিকে অপেক্ষার অবসান। একে একে আসতে শুরু করেন ক্রিকেটাররা। এসে যেতেই নাজমুল আর ক্রিকেটারদের মধ্যে ঘণ্টা দেড়েকের রুদ্ধদ্বার সভাই মুছে দিয়েছে সংকটের মেঘ। ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নিতেই তিন দিনের অচলাবস্থার পর আবার মাঠে ফিরছে ক্রিকেট। আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও একটু পিছিয়ে তাই শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড। এর আগের দিন থেকে ভারত সফর সামনে রেখে অনুশীলনেও যোগ দিচ্ছেন সাকিব আল হাসানরা। আসন্ন ভারত সফর নিয়েও তাই থাকল না আর কোনো অনিশ্চয়তা।অবশ্য বিকেলেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যখন খবর এলো গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছেন ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা। সেখানে গিয়ে দেখা গেল শীর্ষ ক্রিকেটারদের কেউ মঞ্চে নেই। মঞ্চে আছেন তাঁদের নিয়োগ করা একজন আইনজীবী। যাঁকে মুখপাত্র হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটাররা। সেই তিনি আগের ১১-এর সঙ্গে আরো দুটো যোগ করে মোট ১৩ দফা দাবি উপস্থাপনও করলেন। যেখানে ১২ নম্বর দাবি ছিল বিসিবির আয়ের ভাগ দিতে হবে পেশাদার ক্রিকেটারদের। একই সঙ্গে পুরুষদের মতো নারী ক্রিকেটারদেরও সব সুযোগ-সুবিধা দেওয়ার দাবিও জুড়ে দেওয়া হয়। তবে তাতে যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে না, সেটিও নিজেদের সংবাদ সম্মেলনের শেষে জানিয়ে দেন সাকিব, ‘আমরা কেউ কারো থেকে দূরে নই।’
Discussion about this post