মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজশাহীর বোয়ালিয়ার আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বুধবার এই মামলার রায় ঘোষণা করেন।
গত ১৭ নভেম্বর এই মামলার বিচারকাজ শেষ হয়। সেদিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের তারিখ ধার্য করেন।
২০১৭ সালের ২ মে এই মামলার তদন্ত শুরু হয়। গত বছর ২৭ মার্চ এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, লুটতরাজ, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আমলে নিয়ে গত বছরের ৮ আগস্ট অভিযোগ গঠন করা হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ জন এই মামলায় সাক্ষ্য দেন।
আসামি টিপু সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১১ সালে অবসরে যান। মুক্তিযুদ্ধের সময় আসামি জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র সংঘ’ ও পরবর্তী সময়ে ‘ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি করেন।
১৯৮৪ সালের পর রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলেও এই আসামি জামায়াতে ইসলামির সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
২০১৭ সালের ১ জানুয়ারি বিস্ফোরক আইনের মামলায় মতিহার থানার পুলিশ টিপু সুলতানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সুত্রঃ প্রথম আলো
Discussion about this post