টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) মো. মোজাহিদ কামাল উদ্দিন।
মামলার অভিযোগে সম্পর্কে বাদি সাংবাদিকদের জানান, নুরুল হক নুর ছাত্র সংসদের ভিপি পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি গত ৫ ডিসেম্বর বিভিন্ন পত্র-প্রত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপি পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধরণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করছি বলে তার বিরুদ্ধে মামলার আবেদন করেছি।
Discussion about this post