ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ‘রঞ্জি ট্রফি’। এই মৌসুমের রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলার আগেই বোর্ডের দোহাই দিয়ে নিজেদের সরিয়ে নেন ভারতের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার শ্রেয়াশ আইয়ার ও শিবম দুবে। তারা জানিয়েছিলেন, এই সময়ে তাদের বিশ্রামে থাকতে বলা হয়েছে, তাই তারা ম্যাচটি খেলতে পারবেন না। তবে এ ব্যাপারে সত্যতা জানতে জাতীয় দলের সাথে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, তাদেরকে ছুটি দেওয়া হয়নি। এতে প্রমাণিত হয় মিথ্যা কথা বলে ছুটি নিয়েছেন তারা।
জানা গেছে, উক্ত ম্যাচে ১০ উইকেটে হারে তাদের দল মুম্বাই। তখনই শ্রেয়াশ ও শিবম না খেলার না খতিয়ে দেখতে গিয়ে ভিন্ন তথ্য পান মুম্বাই দলের কর্মকর্তারা। তারা জানতে পারেন, তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মুম্বাইয়ের একজন কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘তারা আমাদের বলে, তাদেরকে বিসিসিআই থেকে বিশ্রাম নিতে বলা হয়েছে। আমরা নির্বাচকদের সাথে যোগাযোগ করলে বলেছেন, এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। তাহলে ওদের কে বিশ্রাম দিলো? ভারতীয় দলের ফিজিও নাকি ট্রেইনার? নাকি তারা নিজেরাই নিজেদের বিশ্রাম দিয়েছে বোর্ডের দোহায় দিয়ে? কেউই এটা মেনে নিচ্ছে না। পরবর্তী সভায় এই বিষয়টা তোলা হবে। আমরা শিগগিরই ব্যবস্থা নেব।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post