পারিবারিকভাবেই বিয়ে হয় রাহাত এবং রুপার। কিন্তু বাসর ঘরে রাহাত ঢুকেই দেখেন রুপা গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। রাহাত তাকে বাঁচালেও রুপা সাফ জানিয়ে দেন তার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে রাহাত বলেন তারও সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারা একসঙ্গে থেকে পরিবারের অন্যদের সামনে সুখী দম্পতির অভিনয় করেন।
এই করোনায় সরকার দিচ্ছে ১০হাজার টাকা, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
এমন নাটকীয়তার এক গল্প নিয়ে নির্মাতা সরদার রোকন নির্মাণ করেছেন নাটক ‘ফেক প্রেম’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিন।
সরদার রোকন কালের কণ্ঠকে বলেন, ‘প্রেমের অভিনয় বলতে একটি বিষয় রয়েছেন। তেমনই একটা অধ্যায় এখানে অবতারণা ঘটেছে। তেমনই একটি গল্প নিয়ে ‘ফেক প্রেম’ নির্মাণ করেছি। আশা করি, ঘরে থাকা দর্শকদের জন্য নাটকটি বেশ উপভোগ্য হবে।’
ফারহান আহমেদ জোভানের গল্পে নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। জোভান ও ফারিন ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, শাহেদ খন্দকার, ইশরাত জাহানসহ অনেকে।
ঈদের সপ্তম দিন রবিবার (৩১ মে) রাত ১১টা ৩০ মিনিটে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে।
Discussion about this post