রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্মরণিকা ‘মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (ভার্চুয়াল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি স্মরণিকা ‘মহানায়ক’ মোড়ক উন্মোচন করেন।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ একটি পতাকা ও মানচিত্র পেয়েছে। তিনিই বিজয়ের মহানায়ক। বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রকাশনাকে স্বাগত জানান আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। এছাড়াও অন্যদের মধ্যে স্মরণিকা প্রকাশ কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল বক্তব্য রাখেন।
Discussion about this post