ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের পথে এগিয়ে থাকল গার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে খেলতে থাকে ম্যান সিটি। ১৭ মিনিটে সিলভারের নৈপুণ্যে এগিয়েও যায় দলটি।এরপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলের উৎসও সিলভা। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে তার দারুন একটি পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে কাটিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান আলজেরিয়ার মিডফিল্ডার রিয়াদ মাহরেজ।
এর পাঁচ মিনিট পর আরেকটি প্রতি-আক্রমণে ব্যবধান আরো বাড়ায় গার্দিওলার শিষ্যরা। কেভিন ডে ব্রুইনের শট ঠেকিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া। কিন্তু ফিরতি বল তাদের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরার পায়ে লেগে জালে বল জড়ায়। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।
এদিকে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্বাগতিকদের হয়ে স্বান্তনাসূচক একটি গোল করে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অপরদিকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।আগামী ২৯ জানুয়ারি সিটির ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।
Discussion about this post