মিজানুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ফুলপুর সাহিত্য পরিষদের আয়োজনে বুধবার দুপুরে গ্রামাউস মডেল একাডেমীতে নবান্ন-পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি আকবর আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবান্ন-পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, গ্রামাউসের উপ-পরিচালক হাবিবুর রহমান হবি,ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, পয়ারী গকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খোকন, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক নাহিদ নিগার সুলতানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্য পরিষদের উপদেষ্টা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।
পিঠা উৎসবে ফুল পিঠা,পাটিসাপটা, ভাপা, পোয়া পিঠা, মেরা পিঠা, পুলি পিঠা সহ ১৩ রকমের প্রায় চার হাজার গ্রামীন পিঠা পরিবেশন করা হয় আমন্ত্রিত অতিথিদের।
Discussion about this post