মিজানুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল পৌর সদরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।শুক্রবার রাত ১০ টার দিকে নান্দাইল বাজার খাসী মহাল এলাকায় জসীম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।ব্যবসায়ী ভূঁইয়াপাড়া গ্রামের আওয়াল মিয়া ও ঝাউগড়া গ্রামের সুমন মিয়া জানান, জসিম উদ্দীনের একটি আধাপাকা ও একটি টিনশেড ঘর ভাড়ায় তুলার গোডাউন হিসেবে ব্যবহার করা হতো।
ওই বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে নান্দাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সব মালামাল পুড়ে যায়। এতে তিনটি ঘর ও মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের টিম লিডার রুবেল মিয়া জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Discussion about this post