
গতকাল শনিবার আলোচিত বাবরি মসজিদ বা অযোধ্যা মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ঐকমত্যের ভিত্তিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে ভারতের সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতি এ রায় দেন। রায় ঘোষণা করতে গিয়ে প্রথমেই জানানো হয়েছে, ওই বিতর্কিত জমির উপরে মামলার অন্যতম পক্ষ শিয়া ওয়াকফ বোর্ডের কোনও দাবিই জন্মায় না। পরে জানানো হয়, আর এক মামলাকারী নির্মোহী আখড়ার দাবিও খারিজ করে দেওয়া হচ্ছে।
রামলালা বিরাজমান এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে আইনি লড়াই অবশিষ্ট ছিল। সে লড়াইয়ে বিতর্কিত জমির অধিকার পেয়েছেন রামলালা বিরাজমান। অযোধ্যারই অন্য কোনও অংশে মসজিদ তৈরির জন্য বিকল্প জমির ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
আইনি লড়াইটা শুরু হয়েছিল পরাধীন ভারতে। স্বাধীনতার প্রায় ৭২ বছর পরে তা শেষ হলো। অবশ্য সুন্নি ওয়াকফ বোর্ড এই রায়ে যেভাবে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে, তাতে টানাপড়েন শেষ হলো বলা যায় কি না, তা নিয়ে সামান্য হলেও সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু ঐতিহাসিক মামলা ভারতের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ যে রায় দিল, তা যে ঐতিহাসিক এবং মাইলফলক-সম, তা নিয়ে সংশয় কমই।
সূত্র : আনন্দবাজার
Discussion about this post