রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। শুধু তাই নয়, এই পোস্টের জন্য তার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে।
ইন্দ্রজিৎ মণ্ডল নামে জনৈক শিল্পী পেনসিল ও পেন দিয়ে রবীন্দ্রনাথের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই একই ছবি নিজের ইনস্টা ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরত, সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে।
নুসরতের সেই পোস্টে মূল ছবির শিল্পীর কোনও উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নুসরত বললেন, ‘‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী। ’
Discussion about this post