রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় মাইক্রোবাসের চাপায় কাকন চন্দ্র সরকার (২৪) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় তেজগাঁও শিল্পাঞ্চল শান্তা টাওয়ার দায়িত্বরত অবস্থায় মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জুনায়েদ জানান, শান্তা টাওয়ারের নিরাপত্তা দায়িত্ব পালন করা কালীন একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার সদরে।
বর্তমানে তেজগাঁ শিল্পাঞ্চল শান্তা টাওয়ারে থাকতেন। পেশায় তিনি নিরাপত্তাকর্মী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post