রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা মামলার রায়ের দিন আদালতে আইএসের টুপি মাথায় পরে হাজির হওয়া আসামি রাকিবুল হাসান রিগ্যান মুখ খুলেছেন। ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি দিয়েছে বলে জানিয়েছেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিগ্যান।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান এ কথা বলেন।
রিগ্যান জানান, ২৭ নভেম্বর কেউ একজন তাকে আইএসের টুপিটি দিয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির বলেন, টুপি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে বিচারক এ টুপি কোথায় পেয়েছিলেন তা জানতে চান। জবাবে রিগ্যান আদালতকে জানান, ওইদিন আদালতের বাইরে ভিড়ের মধ্যে একজন তাকে টুপিটি দেন। তবে তাকে চিনতে পারেননি তিনি।
Discussion about this post