সাদা পোশাক আর রঙ্গিন পোশাকে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। তার মাঠে নামাই যেন রেকর্ডের জন্ম দেয়। আগামিকাল শুক্রবার থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচেও রোহিতের সামনে দারুণ এক মাইলফলক অপেক্ষা করছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ৪০০ ছক্কা হাঁকানোর রেকর্ডের হাতছানি তার সামনে।
এখনও পর্যন্ত বাইশ গজে মাত্র দুই জন ব্যাটসম্যান ৪০০ ছক্কা হাঁকাতে। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫৩৪টি ছক্কা) এবং পাকিস্তানের শহিদ আফ্রিদি (৪৭৬টি ছক্কা)। রোহিত শর্মার ইতিমধ্যেই ৩৯৯টি ছক্কা মারা হয়ে গেছে। এর মধ্যে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে হিটম্যান মেরেছেন ৫২টি ছক্কা। পঞ্চাশ ওভারের সংস্করণে তার ব্যাট থেকে এসেছে ২৩২টি ছক্কা ও টোয়েন্টি-টোয়েন্টিতে তার ছক্কার সংখ্যা ১১৫টি।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক
ক্রিস গেইল- ৫৩০ ইনিংসে ৫৩৪টি ছক্কা
শহিদ আফ্রিদি- ৫০৮ ইনিংসে ৪৭৬টি ছক্কা
রোহিত শর্মা- ৩৫৭ ইনিংসে ৩৯৯টি ছক্কা
ব্রেন্ডন ম্যাকালাম- ৪৭৪ ইনিংসে ৩৯৮টি ছক্কা
এক ক্যালেন্ডার বছরের সর্বাধিক ছক্কা
৬৬- রোহিত শর্মা (২০১৯)
৭৪- রোহিত শর্মা (২০১৮)
৬৫- রোহিত শর্মা (২০১৭)
৬৩- এবি ডিভিলিয়ার্স (২০১৫)
৫৯- ক্রিস গেইল (২০১২)
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post