শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটককৃত যুবক হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফকির পাড়ার ফিটু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৯)।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগজিন, ১২রাউন্ড গুলি, মোবাইল সেট, ২টি সিমকার্ড ও ১হাজার টাকাসহ ফয়সালকে হাতেনাতে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ফয়সালকে থানা পুলিশের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুত্রঃ ইত্তেফাক
Discussion about this post