লক্ষ্মীপুরে মাইক্রোবাস পেছনে নেওয়ার সময় চাপা পড়ে মো. রনি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপুল এলাকার অটোরিকশা চালক জাকির হোসেনের ছেলে।
নিহতের বাবা জাকির হোসেন জানান, রনি স্বজনদের সঙ্গে জব্বার মাস্টার হাটে বিয়ের দাওয়াতে যায়। সেখানে মাইক্রোবাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এময় চালক মাইক্রোবাসটি পেছনে নিতে গেলে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় রনি। আহতবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post