চলতি বিপিএলে সবচেয়ে আলোচিত উদ্বোধনী জুটি লিটন দাস আর আফিফ হোসেন। রাজশাহী রয়্যালসের এই দুই ওপেনারকে নিয়ে উচ্ছসিত তাদের দল এবং দেশের ক্রিকেট কর্মকর্তারাও। প্রথম তিন ম্যাচে লিটনের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছিলেন হজরতউল্লাহ জাজাই। টিম কম্বিনেশনের প্রয়োজনে দলের চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করেন আফিফ। প্রথমবারেই মেলে সাফল্য। ৭৫ রানের দারুণ জুটিতে ভর করে ৭ উইকেটে জেতে রাজশাহী। সেই থেকে শুরু এই জুটির উত্থান।
দুইজনই তরুণ। সহজাতভাবেই আক্রমণাত্বক ব্যাটিং করে থাকেন। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হতে তাদের জুড়ি নেই। দুজনই শট খেলতে পছন্দ করেন। চলতি আসরে ডানহাতি লিটনের সঙ্গে বাঁহাতি আফিফের ৯টি উদ্বোধনী জুটিতে এসেছে যথাক্রমে ৭৫, ৬০, ৫৬, ৩৯, ১২, ৫১, ৫৯, ১৬ এবং ৮৮ রান। কখনও লিটন সময় নিলে রানের চাকা সচল রাখেন আফিফ। কখনও বিপরীত ভূমিকা নেন দুজন। আজ যেমন বিধ্বংসী লিটনকে সঙ্গ দিয়ে গেছেন আফিফ।
Discussion about this post