ভারতের বিপক্ষে চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের জয়ের আনন্দে কিছুটা ভাটা পড়ে গেল আইসিসির কারণে। স্লো ওভাররেটের জন্য ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। ছাড় দেওয়ার পরও যে সময় ৫০ ওভার শেষ করার কথা ছিল, সেই সময়সীমার মধ্যে ৪৬ ওভার বল করতে পেরেছিল তারা। সেই কারণেই এই জরিমানা।
কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে দুই ফিল্ড আম্পায়ার শন জর্জ ও নীতিন মেনন, থার্ড আম্পায়ার রডনি টাকার ও চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরি মন্থর ওভাররেটের অভিযোগ করেছিলেন। ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড মন্থর ওভাররেটের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি ডেভিড বুন ৮০ শতাংশ জরিমানার শাস্তি ঘোষণার পর তা মেনেও নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবির।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে অভিযুক্ত হয়েছেন পোলার্ডরা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারায় বলা আছে যে, নির্ধারিত সময়ের পর প্রত্যেক ওভার দেরির জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ৪ ওভার দেরি করেছে, তাই ক্রিকেটারদের সবার ৮০ শতাংশ জরিমানা হয়েছে। ওই ম্যাচে ১৩ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় ক্যারিবীয়রা।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post